মোঃ মোজাম্মেল হোসাইন
রামগড় প্রতিনিধি ।
খাগড়াছড়ির রামগড় উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটিতেই আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীদের বিজয় হয়েছে।রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলে। রবিবার রাতে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার দেবাশীষ দাস।ফলাফল বিবরণে দেখা যায়,১ নং রামগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে সরকার দলীয় প্রার্থী শাহ আলম মজুমদার নৌকা প্রতিক নিয়ে ৫ হাজার ৭শ ১৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একমাত্র প্রার্থী করিমুল হক পেয়েছেন ২ হাজার ৪ শ ৯০ ভোট। রামগড় ইউনিয়নে ২ জন চেয়ারম্যান,৯ জন সংরক্ষিত নারী সদস্য(মহিলা মেম্বার)এবং ৩৪জন সাধারণ (পুরুষ মেম্বার) সদস্য প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।অপরদিকে ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী নুরুল আলম বিনা ভোটে বিজয়ী হয়েছেন।পাতাছড়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য( মহিলা মেম্বার) ১৩ জন এবং সাধারণ সদস্য (পুরুষ মেম্বার)২৭ জন ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।