প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২১, ২:৪৬ পি.এম
রাতথেকে বৃষ্টি সকাল বেলা ভোটগ্রহন শুরু লবম্ভা ছিরিয়ালে মানুষ।
বাগেরহাট মোরেলগঞ্জ প্রতিনিধি ,মোঃগালিব খান
সকালথেকে ভোট গ্রহনশুরুহয়েছে
রাতথেকে বৃষ্টি থাকলেয়ো ১০ টারদিকে আবহাওয়া ভালোহলে দেখাজায় লম্বা ছিরিয়াল।অবাদ সুষ্ঠ ও নীরোপেক্ষ ভাবে ভোট গ্রহন হচ্ছে।অতিচিন্তিত দেখাগেছে প্রাথীদের।আইনি নজরদারি ছিলো চোখে পরারমত।সকাল ৮টার দিকে ভোট গ্রহন সুরুহয়েছে,বিকেল ৪টার দিকে ভোট গ্রহন করা সেসহবে।এখন পরজন্ত কোনো সেন্টারে গ্যনজামের খবর পায়োজায়নি।মোরেলগঞ্জে ১৬টি ইউনিয়নে ভোট গ্রহন চল্ছে।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.