লসুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি- রাঙ্গামাটি ও কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে একটি বড় বাঁধা বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি) বলে মন্তব্য করেছেন কৃষিবিদ কাজল তালুকদার। এ বাধা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান তিনি। সোমবার (১৮ আগস্ট) " অভয়াশ্রম গড়ে তুলি দেশী মাছে দেশ ভরি" প্রতিপাদ্যকে সামনে রেখে - সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
এসময় কাজল তালুকদার বলেন,বিএফডিসিতে তেমন কোন বিশেষজ্ঞ নেই,শুধু রাজস্ব আদায়ের জন্য তাদের ওখানে রাখা হয়েছে। কাপ্তাই লেক কিভাবে পরিচালিত হবে সে-ই পরিচালনা জ্ঞান ও ধারণা নেই বললে চলে।তাদের মৎস্য উৎপাদনের বৃদ্ধির দিকে নজর দেওয়া জরুরি। বিএফডিসি নিত্য নতুন আইন প্রণয়ন করে অযৌক্তিকভাবে মৎস্য উৎপাদনে বাঁধা সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, আমরা চাই বিএফডিসিকে জেলা পরিষদ অধীনে হস্তান্তর করা হোক।মৎস্য অধিদপ্তর জেলা পরিষদের অধীনে রয়েছে। তাহলে বিএফডিসি কেন থাকবে না।কাপ্তাই লেকে মাছ উৎপাদন ব্যাহত হলে শুধু এ অঞ্চল নয় সারা দেশই ক্ষতি হবে। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিষয়ক আহ্বায়ক মিনহাজ মুরশিদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। সভার শেষে ৩ জন মৎস্য চাষিদের হাতে সন্মাননা ক্রেস,সনদ নগদ ৫ হাজার টাকা করে তুলে দেন প্রধান অতিথি।