সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- দেশের সুখ - সমৃদ্ধি, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় রাঙ্গামাটিতে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধ বিহার ও বন বিহারগুলোতে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এই পূর্ণিমায় জন্ম গ্রহণ, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ করায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।
শুক্রবার (১৩ মে) বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টে রাঙ্গামাটি ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ -এর উদ্যোগে পৌর এলাকায় বিভিন্ন বিহারের ভিক্ষু ও দায়ক- দায়িকাদের অংশগ্রহণে ফিতা কেটে উদ্ধোধন করে জিমনেসিয়াম মাঠ হতে মৈত্রী বিহার পর্যন্ত একটি আনন্দ শোভাযাত্রা বের করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এ-র সভাপতি শুদ্ধালংকার মহাথের।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যা এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দূর্গেস্বর চাকমা সহ শহরের প্রায় বৌদ্ধ ভিক্ষু ও দায়ক- দায়িকারা ।