রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কর্মী হাবিবুর রহমান (৩৮) নামের একজন নিহত হয়েছে।
রবিবার ১৯ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের বালাবাড়ী নামক স্থানে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী সবজী বাহি একটি ট্রাক বিদ্যুৎ কর্মী হাবিবুরের মটর সাইকেল টিকে পিছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে ধানখেতে ছিটকে পরে সে। পরে স্থানীয়রা এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে নিয়ে যায়। ঐ দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান। সে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লাইন ইনচার্জ ছিল। তার বাড়ী নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামে।
তারাগঞ্জ হাইওয়ে থানা ওসি নুরনবী প্রধান বলেন, আমরা আহত অবস্থায় তাকে রমেকে নিয়ে যাই এবং সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।