রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
পুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ গ্রুপ কর্তৃক ব্যাটারী চালিত ইজিবাইক চালকদের কাছ থেকে জোরপূর্বক টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, বিগত প্রায় ৫ বছর থেকে বেতগাড়ী বাজারের ব্যাটারী চালিত ইজিবাইক স্ট্যান্ডে চাঁন মিয়া (৪৫), সুমন শাহ (৩৫), আশরাফুল ইসলাম ভেদু (৩৮) কালা মিয়া (৩২) আমজাদ হোসেনসহ (৫০) বেশ কয়েকজন ব্যক্তি ব্যাটারী চালিত ইজিবাইক চালকদের নিকট থেকে নিয়ম বহির্ভূতভাবে জোরপূর্বক টোল আদায় করে আসছে। এতে ইজিবাইক চালকরা প্রতিবাদ করলে তাদেরকে প্রাণনাশসহ নানারকম হুমকি-ধামকি দেয় টোল আদায়কারীরা।
এমনি পর্যায়ে ঘটনার দিন গত রোববার (০৯ জানুয়ারি) দুপুরে বেতগাড়ী ইজিবাইক স্ট্যান্ডে যাত্রী উঠানোকালে বেতগাড়ী শাহপাড়া এলাকার কফিল উদ্দীনের ছেলে সাফায়াত আলীর (৩৫) কাছে জোরপূর্বক ৩০ টাকা টোল দাবি করা হয়। এতে সে প্রতিবাদ করলে তাকে গালীগালাজসহ হুমকি ধামকি দেয়া হয় বলে জানান একাধিক ইজিবাইক চালক।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।