আলমগীর ইসলাম ,ফুলপুর ময়মনসিংহ।
ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি ইউনিয়নে বিধবা ও বয়স্ক ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, ভাইটকান্দী ইউনিয়ন এর ছোট শুনই গ্রামের বাসিন্দা মোছা. গুল রেহান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের *বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার উপকারভোগী*।
তিনি অভিযোগ করেন যে, গত ২৮ তারিখ ভাইটকান্দী ইউনিয়ন পরিষদ এর উদ্যোক্তা রাহুল এর কাছে ফিঙ্গারপ্রিন্ট নিতে গেলে সে বইয়ে ভুলে থাকার কথা বলে জোরপূর্বক বইটি রেখে দেয় এবং পরে এসে বইটি নিতে বলে। পরবর্তীতে বইটি দিয়ে টাকা তুলতে গেলে বলে যে বইটি দিয়ে আগে একজন টাকা উত্তোলন করে নিয়ে গেছে। তখন উপকারভোগীদের অনেকের সাথে কথা বলে জানতে পারি আমি ছাড়াও আরো বেশ কয়েকজনের কিভাবে টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে।