খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ।।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি আজ নিজ নির্বাচনী এলাকা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে তৃতীয় পর্যায়ে মুক্তাগাছা উপজেলার ৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহের দলিল হস্তান্তর করেন।
মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির আওতায় আশ্রয়ন-২ প্রকল্পের ৩য় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় ৬১টি ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করা হয়েছে যা আজ হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে বাছাইকৃত সুবিধাভোগি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমিসহ ঘর হস্তান্তর করেন।
এরমধ্যে মুক্তাগাছা উপজেলায় দুল্লা ইউনিয়নে ২৬টি, তারাটিতে ১০টি, কুমারগাতায় ৬টি, বাশাটিতে ৩টি,ঘোগায় ১০টি, দাওগাঁওয়ে ৪টি ও কাশিমপুরে ২টি ঘর রয়েছে।
মুক্তাগাছায় মোট ২২৭টি পরিবারকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে বাছাই করা হয়েছে যারা প্রত্যেকে বাড়ি ও জমি পাবেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৯৫টি পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে ১২৪টির নির্মাণ কাজ শুরু হয়। তার মধ্যে ৬১টির কাজ সম্পন্ন হওয়ায় আজ হস্তান্তর করা হয়।