মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:::
মীরসরাইয়ে উপজেলায় বারইয়ারহাট পৌরসভার রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাবুল হোসেন (৫২) নামে ব্যাংকের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসদরস্থ রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর ভল্লবপুর গ্রামের মৃত জমির উদ্দিন মজুমদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাউন লাইনে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামক দ্রুতগামী ট্রেনটি অতিক্রম করার সময় রেললাইনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকা বাবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে মাথায় রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায় তিনি। নিহত বাবুল ৪ দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা এখানে এসেছি। নিহতের পরিচয় শনাক্ত করে তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। পরবর্তী রেওয়ে (জিআরপি) পুশিশের সাথে যোগাযোগ করলে তাঁরা এসে লাশ নিয়ে যায়।