মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জ শহরে পশ্চিম সেওতা এলাকায় পাকা সড়কের উপর বাশেঁর সাঁকো। মাত্র ২৫ মিটার রাস্তা ধসে পড়ার কারনে দূর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী।
দীর্ঘদিন অবহেলিত থাকার পর সেওতা মসজিদ হইতে পশ্চিম সেওতা রাস্তাটি ২০১৭ সালে পৌরসভা প্রায় দেরকোটি টাকা ব্যায়ে সংস্কার করে। কিন্তু রাস্তা সংস্কারের বছর খানিক পরেই রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পরে। তার পরেও জীবনের ঝুকি নিয়ে লোকজন যাতায়াত অব্যাহত রাখে। গুরুত্বপুর্ন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ, মসজিদ-মাদ্রাসা,বাজার,ও মূল শহরসহ বিভিন্ন জায়গায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।
গত পৌর নির্বাচনের আগে এলাকাবাসীর দাবীর মুখে বাধ্য হয়ে ধসে পরা রাস্তার উপর বাঁশের সাঁকো তৈরী করে দেন পৌরসভা। এরপরেও যাতায়াতের উপযোগী হয়ে উঠেনি রাস্তাটি। উপায় না পেয়ে ঝুকি নিয়েই নিয়মিত যাতায়াত করছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেষার মানুষ।
স্থানীয় আব্দুল বাতেন ও সাহাবউদ্দিন ইরল জানান, গত কয়েক বছর যাবৎ ভোগান্তি পোহাচ্ছি। আমরা মসজিদে যেতে পারিনা, রিক্সা বা গাড়ী করে বাসা পর্যন্ত কোন মালামাল আনতে পারিনা, বাচ্চারা স্কুলে যেতে পারে না, মাঝে মাঝে এখানে অনেককেই দূর্ঘটনার স্বীকার হতে দেখা গেছে এই রাস্তায়। রাস্তাটি দিন দিন মরণফাঁদে রুপান্তরিত হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আমার সময়েই প্রায় দেড়কোটি টাকা ব্যায়ে রাস্তাটি পাকা করণ করা হয়েছিল। পাশ্বে খাল থাকার কারনে মাত্র ২৫মিটার রাস্তা ধসে গিয়েছে। আমি নিজের টাকা দিয়ে বাঁশের সাঁকো করে দিয়েছি। তার পরেও চলাচলের উপযোগী হয়নি। বিষয়টি মেয়রের সাথে আালাপ করে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ব্যবস্থা করা হবে।
পৌরসভার মেয়র মোঃ রমজান আলী বলেন, কিছুদিন হলো আমি দ্বায়ীত্ব পেয়েছি। গুরুত্বপুর্ন এই রাস্তাটি কিছুদিনের মধ্যেই মেরামত করে দেওয়া হবে।