মোঃ জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার অক্সফ্যাম এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন রিকল ২০২১ প্রকল্প দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।তারই ধারা বাহিকতায় রোকেয় দিবস ২০২১ উৎযাপন করাই হয়। দিবস টি স্থল ইউনিয়নের উত্তর তেঘুরী সরকারী প্রথমিক বিদ্যালয়ে সকাল ১০.০০ টার সময় র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রগন করেন তেঘরী সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ আবু তালেব রিকল প্রকল্পের এফএফ মোঃ জহুরুল ইসলাম সিবিও সেক্রেটারি মোছাঃ রেহেনা খাতুন। উক্ত দিবসে অত্র ইউনিয়নের ৫ টি সিবিওর সিবিও সদস্য এ্যালাইন্স সদস্য, ইয়ুথ সদস্য,স্কুলের ছাত্র,ছাত্রী গন্যমান্য ব্যক্তিসহ প্রায় ২১০ জন অংশ গ্রহণ করেন।