হৃদয় এস এম শাহ্-আলম ,
মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহড়া ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয়ের দমশ শ্রেণির কয়েক জন্য ছাত্রের কয়েক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও প্রতিটি ক্লাসের মধ্যে সকলের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।
বৃক্ষ রোপন ও মাক্স বিতরণ কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধু মোহন সাহা,উত্তম কুমার পাঁল,মোঃ আলমাছ,মোঃ জিয়াউর রহমান,অনুফা আক্তার,অর্পিতা রাণী সেন,মোঃ তাউছ মিয়া,আ ন ম হাসান রাব্বি,মোঃ আশিকুর রহমান,মোঃ মোহন মিয়া,জান্নাতে নাজিয়া,মিতালি মন্ডল,অলি আহাদ,কিরণ রন্দন সূত্রধর।
এসময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাসিবুর খন্দকার,দেলোয়ার হোসেন ইমন,সাব্বির,নূর আহম্মেদ,রাকিবুল,আনোয়ার,মামুন,শরীফ,মিটু প্রমুখ।