শালিখা উপজেলা প্রতিনিধি।
শালিখা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে উপজেলার তালখড়ি ইউনিয়নের দীঘলগ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে। এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস জানান, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদে জানতে পারলাম যে, দীগলগ্রামে গাঁজা বেচাকেনা হচ্ছে। এই খবর পেয়ে আমি নিজেই একটি টিম নিয়ে দীঘলগ্রামে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ আটক করি।এসময় আরো দুজন পালিয়ে যান। আটককৃত ব্যক্তি হলেন দীঘল গ্রামের নারায়ণ মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (২৪)। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুল হামিদ মণ্ডলের ছেলে উজ্জল মন্ডল (৩৬) এবং একই গ্রামের সাদেক মোল্লার ছেলে লুৎফর (৩৭)। এ ব্যাপারে শালিখা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তিনি। উল্লেখ উজ্জ্বল শালিখা থানার একজন তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে আগে একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে সে একাধিক বার গ্রেফতার হয়েছে। তবে জামিনে এসেই সে এই ব্যবসায় নেমে পড়ে।