শালিখা উপজেলা প্রতিনিধি।
" গাছ লাগাই জীবন বাঁচাই " সফল রাষ্ট্রনাশয়ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্জ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১ উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৯৭৫ টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। ৩১/০৮/২১ মঙ্গলবার সকাল ১০ টায় মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভউদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান,যুগ্ন আহবায়ক আলী আহম্মেদ আহাদ, জেলা যুবলীগ নেতা বাকী বিল্লাহ সান্টু,শালিখা উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান, যুবলীগ নেতা সাইফুল ইসলামসহ মাগুরা জেলার ৪টি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতা কর্মী বৃন্দ। মাগুরা জেলা যুবলীগকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বলেন, গ্রামে গ্রামে সচেতনতা সৃষ্টি করে রাস্তার পাশে মাঠের খালি জায়গায় ফলজ,বনজ ও পাশাপাশি তাল গাছ লাগানোর জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে,কারণ একটি সময় তাল গাছ ছিল বলে বজ্রপাতে মানুষের মৃত্যুর হার কম ছিল।