বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় স্বাধীনতার সুবর্নজয়ন্তি ও মহান বিজয় বিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পাহাড়ের বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা। দিবসের শুরুতে উপজেলার সাজেক ইউনিয়নের বাগাইহাট বাজার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পাহাড়ের বৃহৎ আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের নেতাকর্মীগন। এদিকে বাঘাইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক দল জেএসএস (এমএন লারমা) সংগঠনের নেতাকর্মীরা। এর পরপরই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গন্ত্রান্তিক) সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। পাহাড়ের এসকল আঞ্চলিক সংগঠন দেশের মূল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে তাল মিলিয়ে মহান বিজয় বিবস পালন করায় স্থানীয় সচেতন মহলে প্রশংসিত হয়েছে। স্থানীয় প্রশাসনও তাদের এহেন গন্ত্রান্ত্রিক পথে ফিরে আসাকে সাধুবাদ জানিয়েছেন। এবং তাদের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।