টাঙ্গাইলের মধুপুরে কেককাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদের আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই দিবস পালন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সু-স্বাস্থ কামনা করে দোয়া করা হয়।