মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিন(চাঁদপুর) প্রতিনিধি
মতলব দক্ষিণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট সকালে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী, শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, ইবকাল হোসেন,মনির হোসেন, মাঈনুল ইসলাম টিপু, মোঃ রিফাত পাটোয়ারী প্রমুখ। পরে দোয়া ও বিশেষ মুনাজাত করা হয়।