মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হোসেন মুন্সি নামে একজন কে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা যায়,বৈশ্বিক মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে ১৬/৯/২০২১ খ্রিঃ তারিখ বিকাল ১৫.০০ ঘটিকা হতে ১৫.৩০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর,টীম মতলব দক্ষিণ থানাধীন পুরণ গ্রামের আবিদ প্রধানিয়া বাড়ির দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর আসামির নিজ দখলীয় দেহ তল্লাশি করে আসামী হোসেন মুন্সি(৩৯),পিতা-মোঃ জুলহাস মুন্সি মাতা-মনোয়ারা বেগমকে ২০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক জনাব মোহাম্মদ মজিবর রহমান বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন। মাদক বিরোধী অভিযান চলছে চলবে।