মোঃ রিফাত পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলায় অনাথ ও হতদরিদ্র পরিবারের শতাধিক কোমলমতি শিশুকে ঈদ সালামি ও ঈদের নতুন জামা উপহার দিয়েছে ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’ নামে একটি স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবা সংগঠন।
অদ্য সোমবার (০২ মে, ২০২২ খ্রি.) দুপুর ১২ টায় উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ’ঈদ আনন্দ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কালিকাপুর ও লক্ষ্মীপুর গ্রামের এক শতাধিক শিশুর ঈদকে রাঙিয়ে দিতে তাদের মাঝে বাহারি রঙের নতুন পোশাক ও ঈদ সালামি বিতরণ করেন সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ।
উক্ত অনুষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, সংগঠনটির স্বেচ্ছাসেবকগণ এক উৎসবমুখর পরিবেশে একটি করে ঈদের নতুন জামা ও ঈদ সালামি হিসেবে পঞ্চাশ টাকার নতুন নোট কোমলমতি শিশুদের হাতে তুলে দিচ্ছে। এ সময় নতুন জামা ও ঈদ সালামি পেয়ে ছোট্ট শিশুদের হাস্যোজ্জ্বল মুখে দুই হাত উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
আট বছর বয়সী ছোট্ট মারিয়া এসেছে ঈদের নতুন জামা ও ঈদ সালামি নিতে। পরনে ছিন্নবস্ত্র ও মলিন মুখ। বাবা হতদরিদ্র কৃষক। দীর্ঘদিন ধরে পুরনো জামা পরছে। ঈদেও নতুন জামা না পাওয়ার শঙ্কা ছিল। লোটাস-বাডের নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত মারিয়া বলতে থাকেন, ‘‘আমার বাবা গরিব। তাই নতুন জামা না পেয়ে আমার খুব মন খারাপ ছিল। এখন আমি নতুন জামা পেয়ে খুব খুশি।’’
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাকিবুল হাসান বলেন, ‘‘ছিন্নবস্ত্রের এই ছোট্ট শিশুদের মলিন মুখে খুশির আভা দেখতেই আমাদের এ আয়োজন। সমাজের উঁচু শ্রেণির শিশুদের জীবনে ঈদের আনন্দ আসলেও এই সব হতদরিদ্র শিশুদের মনে থাকে বিষাদের ছায়া। এই সব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটানোর কাজকে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেখি। তাই আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী ও হৃদয়বান দাতাদের অর্থ সহায়তায় এই ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’’
প্রসঙ্গত, সংগঠনটি গত ১৪ বছরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বছরব্যাপী দারিদ্র্য বিমোচন প্রকল্প, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগের সময়ে ত্রাণসামগ্রী বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।