এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাহে রমজান উপলক্ষে সহনশীল মূল্যে তরমুজ ও গরুর মাংস বিক্রয়ের কার্যক্রমটি চলতি বছরের মতো আজ আনুষ্ঠানিকতার সাথে সমাপ্ত হলো বলে জানিয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান৷
মেহেদী হাসান পবিত্র মাহে রমজান উপলক্ষে ভান্ডারিয়া পৌর শহরে প্রথমে সহনশীল মূল্যের তরমুজ এরপর সহনশীল মূল্যে গরুর মাংস বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন৷
মেহেদী হাসান ভান্ডারিয়া পৌর শহরের চারা পট্টি হাওলাদার বাড়ি মৃত মন্টু হাওলাদার এর ছেলে, পেশায় ছাত্র ও ব্যবসায়ী৷ তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা ভেবে শুধুমাত্র করায় ও যাতায়াত খরচ বিবেচনা করে প্রথমে তরমুজ এরপর ধারাবাহিকভাবে চারটি গরু কেটে প্রথমে ৬০০ এবং সর্বশেষ ৭০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করেছেন৷
এ সময়ে ভান্ডারিয়া বন্দর বাজার ঘুরে দেখা যায় বাজারের বিভিন্ন মাংসের দোকানে প্রতি কেজি গরুর মাংসের সর্বনিম্ন বাজার মূল্য ৮০০ টাকা৷
ভান্ডারিয়া পৌর শহরের সার্কিট হাউস মাঠে মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তির দিনে ৭০০ টাকা কেজি দরে সর্বমোট ১৫৫ কেজির একটি গরু সর্বনিম্ন ১ কেজি ও সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত বিক্রি করে চলতি বছরের মতো ইতি ঘোষণা করেন মেহেদী হাসান৷