এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল ১৩ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার পৌর শহর সহ সকল ইউনিয়নের গরিব, দুখী, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, মো. এহসাম হাওলাদার।
মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব হিসেবে পবিত্র ঈদ-উল-ফিতর তথা রমজানের ঈদকে বিবেচনা করে থাকেন সকল শ্রেণী পেশার ধর্ম প্রিয় মুসলিমরা। পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও বেশ সাচ্ছন্দের সাথে এ উৎসবে অংশগ্রহণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারের ঈদ-উল-ফিতর উপলক্ষে উপজেলার গরিব, দুখী, অসহায় ও দুঃস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মো. মিরাজুল ইসলামের বাক্তিগত অর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এদিকে, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পৌরসভা সহ সকল ইউনিয়নের পাড়া মহল্লার অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদার ব্যাক্তিদের মাঝে মাসব্যাপী ভ্রাম্যমাণ ইফতার বিতরনের অংশ হিসেবে আজ ২১ তম দিনে উপজেলার ভিবিন্ন এলাকার অসহায়, হতদরিদ্র ও পথচারী রোজাদার ব্যক্তিবর্গের মাঝে ইফতার বিতরণ করা হয়।
সন্ধ্যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে চলমান এতিম, দুস্থ, হাফেজ, মাওলানা ও ভাসমান সর্ব সাধারণের জন্য ভান্ডারিয়া পৌরসভা সহ সকল ইউনিয়নের দোয়া ও ইফতারের আজ ৫ম তম দিনে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৫ শতাধিক রোজাদার ব্যক্তিবর্গের উপস্থিতিতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।