এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা সেতুর রেলিং থেকে নদীতে পড়ে সাড়ে চার বছরের শিশু সিনথিয়া নিখোঁজ হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার পোনা নদীর উপর ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সিনথিয়া পার্শ্ববর্তী কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতী গ্রামের মো. কাওসার হোসেনের মেয়ে।
সিনথিয়ার মা মোসা। হাফসা বেগম জানান, ভান্ডারিয়া বন্দর বাজারে কেনাকাটা শেষে মেয়েকে নিয়ে ভান্ডারিয়া থানা পার্ক যাই। পার্ক থেকে বাড়ি যাওয়ার পথে ব্রিজে অন্ধকার থাকায় ভাঙ্গা রেলিং এর ফাঁক দিয়ে নদীতে পড়ে যায় সিনথিয়া । প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১০ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে সিনথিয়ার কোন সন্ধান পায়নি।
এ সময় স্থানীয় রফিকুল ইসলাম জানান, পোন নদীর উপর নতুন একটি পিসি গার্ডার সেতু নির্মাণ হওয়ায় পুরাতন বেইলি ব্রিজ টি রক্ষাণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ব্রিজের রেলিং ভাঙ্গাচুড়া। ব্রিজটির অধিকাংশ স্থানে রেলিং নেই খোলা অবস্থায় রয়েছে। সেতুর বাতিগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এতে সেতুতে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার জন্য স্থানীয়রা ব্রিজের রক্ষাণাবেক্ষণের অবহেলাকে দায়ী করেন। সড়ক বিভাগের লোকজন ব্রিজটি সংস্কার না করায় এমন দূর্ঘটনা হয়েছে বলে জানান তিনি।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রাত ১০ টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পায়নি। আগামী কাল বৃহস্পতিবার সকালে আবারও উদ্ধার চেষ্টা চালানো হবে জানান তিনি।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশিকুজ্জমান বলেন, সন্ধ্যার দিকে এমন একটি খবর শুনে আমি সহ আমার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে সার্ভিসের ডুবুরি দলকে সবধরনের সহযোগীতা করেছি। শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার হলে পারবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।