এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল ও ধানক্ষেতে ভেসে গেছে গ্রামের একমাত্র রাস্তা। এতে ভোগান্তিতে পরেছে প্রায় ৮শতাধিক মানুষ। রাস্তা নং ৫৭৯১৪৫০৭১ ইউএনআর থেকে পোনা নদি ভায়া ফজলুল হক হাওলাদার বাড়ির প্রধান এ রাস্তাটিতে দীর্ঘদিন কোন সংস্কার হয়নি বলে দাবি স্থানীয়দের৷ প্রতিনিত এলাকার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ ভিবিন্ন শ্রেণী-পেশার প্রায় আট শতাধিক মানুষ এ রাস্তাটি থেকে যাতায়াত করেন বলে জানান তারা। মানুষ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী এ রাস্তাটি উপজেলার ২নং নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্য-পূর্ব চিংগুরিয়া গ্রামের পোস্ট অফিস সংলগ্ন রাস্তা থেকে শুরু হয়ে ডিগ্রি খাল এর পাড়ঘেঁষে সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মোল্লার বাড়ি সংলগ্ন রাস্তায় শেষ হয়েছে। ২.৮ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির অর্ধেক অংশে ইট থাকলেও বর্ষাকালে ভিবিন্ন যায়গায় গর্ত তৈরি হয়ে জোয়ারের পানিতে ভেসে গেছে ইটসহ রাস্তার মাটি। বাকি অংশের অনেক জায়গাতেই নেই রাস্তার কোন অস্তিত্ব।
এ যেন বাতির নিচে অন্ধকার, দেশে যখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে তখন চিংগুরিয়ায় এই রাস্তাটি কেন পায়নি উন্নয়নের ছোয়া। এ নিয়ে স্থানীয়দের মনে বিরূপ মন্তব্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সরকার ভিবিন্ন মাধ্যমে আমাদের থেকে ভ্যাট, ট্যাক্স ইত্যাদি আদায় করে নিচ্ছে। সারাদেশে উন্নয়নও হচ্ছে। কিন্তু আমাদের এলাকার একটিমাত্র রাস্তা কেন ভেসে চলে যাবে। প্রতিনিয়ত এই রাস্তা থেকে সরকারের ভিবিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাবসায়ী, দিনমজুরসহ বৃদ্ধ ও অসুস্থ ব্যাক্তিবর্গ প্রায় আট শতাধিক মানুষ নিয়মিত চলাচল করেন। কিন্তু দির্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পরে আছে৷ আমরা কি এদেশের নাগরিক নই।
ঝুঁকিপূর্ণ এই রাস্তাটির ভিবিন্ন জায়গাতে গর্ত এবং অর্ধেক অংশে কোন রাস্তা না থাকায় অনেকেই বহু পথ পায়ে হেটে চিংগুরিয়া বাজার ঘুরে কলোনী বাজার, অন্যদিকে হাসপাতাল সংলগ্ন রাস্তা ঘুরে ভান্ডারিয়া শহরে যান। এই এলাকার কোন লোক অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে দ্রুত হাপাতালে যেতে ব্যার্থ হওয়া সহ স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বিলম্ব হয়ে থাকেন তারা। এছারাও ভারীবর্ষণ ও জোয়ারের পানি বেড়ে গেলে গৃহবন্দী হয়ে ব্যাহত হয়ে থাকে জনজীবন। তাই এ রাস্তাটিতে উন্নয়নের ছোয়া এবং দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেন তারা।
স্থানীয় ইউপি সদস্য আবুল খালেক মোল্লা জানান, প্রতিনিয়ত এই রাস্তা থেকে যাতায়াত করেন তিনি। স্থানীরা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি করে আসছেন কিন্তু তিনি এখনো পর্যন্ত কোন স্থায়ী সমাধান দিতে পারেননি। তবে এ বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মেজবাহ্ উদ্দিন আরিফ জানান, রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। তিনি ইতিমধ্যে ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে জানতে পেরে রাস্তাটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এর হস্তক্ষেপ কামনা করে রাস্তাটির দ্রুত সংস্কারের অনুরোধ জানান তিনি।
এম এফ এইচ রাজু
ভান্ডারিয়া, পিরোজপুর।