ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।
সিলেটের বিশ্বনাথ উপজেলার হলিচাইন্ড স্কুলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে পুরুস্কার প্রদান ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তিনি বলেন মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী হোক আমাদের আগামী প্রজন্ম।
স্কুলের ডিরেক্টর আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহ মুজাক্কির আহমদ নানু চিশতী এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো, ফখরুল ইসলাম, মো. এনামূল হক, মাহবুব আহমদ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ও ছাত্র-ছাত্রীসহ প্রমূখ।
এসময় ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির সংবর্ধনা প্রদান করা হয়।