ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদান করা হয়েছে।
শনিবার ১লা জানুয়ারি সকাল ১০টায় স্হানীয় উপজেলার বিদ্যালয়ের ক্লাসরুমে ওই ‘বই বিতরণ উৎসব’ অনুষ্টিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী দৌলতপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য আওয়ামীলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ এম সারব আলী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. সমছু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আব্দুল মুমিন কালু এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাবেক সভাপতি তাহির আলী।
এসময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা খাঁনম, থানা পুলিশের এএসআই মো. রেদওয়ান মিয়া, সাবেক মেম্বার আজম আলী, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম আজাদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনির আলী, অভিভাবক সদস্য হাফিজুর রহমান, তরুন সংগঠক লিলু মিয়া, আবু ছালেহ, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র/ছাত্রীসহ প্রমুখ।