সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে বিশ্ববিদ্যালয় ভর্তি বা চান্স পাওয়া শিক্ষার্থীকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করল বিলাইছড়ি সেনা জোন।
সহায়তা প্রদান করলেন বিলাইছড়ি সেনা জোনের জোন কমাণ্ডার ৬ বীর এর লে. কর্ণেল মোঃ ইসরাত হোসেন পিএসসি। যার সহায়তার পরিমাণ ১০ হাজার টাকা।জোনে নিজ কার্যালয়ে শিক্ষার্থীকে এইসব মানবিক সহায়তা দেওয়া হয়েছে । সহায়তা প্রদানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনা জোনের উপ- অধিনায়ক মেজর. রাজু আহমেদ ও শিক্ষার্থীর বাবা।
শিক্ষার্থীর নামঃ- বিজয় চাকমা। পিতার নামঃ- চন্দিলাল চাকমা ( ৪০)। মাতার নামঃ- শোভারানী চাকমা (৩৮)। সে ১ নং বিলাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দীঘলছড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে সে বড়।
শিক্ষার্থী বিজয় জানান, সে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হতে ২০১৮ ইং সনে ৩.৭২ পয়েন্ট নিয়ে এসএসসি পাস করে বান্দরবান সরকারি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে ২০২০ সনে ৩.৫৮ পয়েন্ট পেয়ে মানবিক বিভাগে এইচএসসি পাস করে।
বর্তমানে সে, ইনফরমেশন সায়েন্সে এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পান বা পড়ার সুযোগ পান।