সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়িতে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প- এর আওতায় ২০২১-২০২২ অর্থবছরে ১ ( এক) দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অডিটোরিয়ামে হর্টিকালচার সেন্টার কাপ্তাই, রাঙ্গামাটি - এর আয়োজনে এবং বছর ব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প(২য় সংশোধিত )- এর অর্থায়নে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এইসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা এবং প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাশিদুজ্জামান ইমরান,কাপ্তাই হর্টিকালচার সেন্টার।
উপজেলার মোট ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।