সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ইভেন্টের চিত্রাংঙ্কন,কবিতা ও ছড়া আবৃত্তি, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে উপজেলা হলরুমে এইসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজল কান্তি দে, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, শিক্ষক বাপ্পি বড়ুয়া, সুমী চক্রবর্তী, ইয়াছমিন বেগম,রুপসী বিশ্বাস লিসা এলিজাবেথ প্রমুখ।
এতে ১ম-১০ম শ্রেণী পর্যন্ত উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র - ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।