সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- বিলাইছড়িতে "আমিষেই শক্তি আমিষেই মুক্তি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে -গবাদি পশু স্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাত কারীদের দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।
সোমবার ( ৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় কর্তৃক আয়োজনে নিজ কার্যালয় মাঠে দিনব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তুষার কান্তি চাকমা, জেলা ভেটেনারী অফিসার ডাঃ মো.মঈনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম আজম এবং উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা রপন কান্তি চৌধুরী প্রমূখ। আরও উপস্থিত ছিলেন উপজেলা থেকে আসা প্রশিক্ষণার্থীরা।