সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বিলাইছড়ি সেনা জোনের পক্ষ হতে বিলাইছড়ি ইউনিয়নে বহালতলী এলাকার অসহায় মুসলমানদের ৩০ টি পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলিখ্যাং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান আকাশ উপস্থিতি থেকে এইসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য ১ কেজি চাল( চিনিগুড়া) ১ কেজি সয়াবিন,১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ২ কেজি পেয়াঁজ, ৫০০ গ্রাম লবণ এবং ১ কেজি কনডেন্স মিল্ক বিতরণ করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম দূর্গম এলাকায় মুসলমান জনগণ সেনাবাহিনীর এ নিঃস্বার্থ সহযোগিতা পেয়ে এলাকার জনগণ অত্যন্ত খুশি। জোনের পক্ষ হতে বলা হয়েছে,এ ধরনের ঈদ সামগ্রী জোনের অন্যান্য এলাকাতেও আসন্ন ঈদুল ফিতরের পূর্বে চলমান থাকবে।