সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি)প্রতিনিধিঃ- গৌরব,সংগ্রাম ও ঐতিহ্যে'র বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল ( বিএনপি),র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর ( রবিবার ) সকাল ১০ঃ০০ টায় বিএনপি'র কার্যালয়ে উপজেলা বিএনপি'র সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান এবং সম্পাদক এ্যাড.মামুনুর রশীদ মামুন, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ জসিম উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ- সভাপতি আব্দুল বারেক খাঁ, চাথোয়াই রোয়াজা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার ও সহ- সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ও ছাত্র দলের আহ্বায়ক শহীদুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ জাফর আহমেদ এবং বিএনপি'র সিনিয়র সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রনি।এছাড়াও উপস্থিত ছিলেন -বিএনপি'র নাসির হোসেন, কবির হোসেন, দেলোয়ারা বেগম,মনির হোসেন, মনিরুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ে নেতা ও নেতৃবৃন্দ।
বক্তারা তারেক - জিয়ার হাতকে শক্তিশালী করে জাতীয় সরকার গঠনের ঐক্যের ডাক দেন।