সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে উদ্বোধন করা হয়েছে একটি মিনি জিমনেসিয়াম।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ঃ০০ ঘটিকায় প্রাণীসম্পদ অফিস ও বিদ্যুৎ অফিসের পাশে একটি হাউজে বা জিমনেসিয়াম ভবনে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, জিমনেসিয়ামের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারী। এবং আরো উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়নে ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ ওমর ফারুকসহ জনপ্রতিনিধি ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।