মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি।
সাভারের আশুলিয়ায় দখল হয়ে যাওয়া বাড়ী পূণরুদ্ধারসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।
সোমবার (৬ নভেম্বর) সকালে সাভারের একটি রেষ্টুরেন্টে আশুলিয়ার ইয়ারপুরের জামগড়ার চিহ্নিত ভূমিদস্যু জাহাঙ্গীর আলম তালুকদারের অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে পরিবারের সদস্যদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক ছাত্রলীগ নেতা ভুক্তভোগী জাহিদ হাসান।
সংবাদ সম্মেলনে জাহিদ হাসান তার লিখিত বক্তব্যে বলেন, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার চিহ্নিত ভূমিদস্যু একাধিক মামলার আসামী জাহাঙ্গীর আলম তালুকদারের অত্যাচারে অতিষ্ঠ আমরা সবাই। মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে বাড়ী-ঘর এখন দখল করে নিয়েছে।
এমন অবস্থায় উল্টো ভুক্তভোগী বাড়ী মালিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে বলেও জানান তিনি। এসময় এমন অবস্থা থেকে উত্তরনে প্রশাসনের সহযোগিতা কামনা করি।