মোঃ আলমগীর, বিশেষ প্রতিনিধিঃ
লামা পৌরসভার ৮নং ওয়ার্ড, লাইন ঝিরি পশ্চিম পাড়া মাদানী নগর এলাকায় যাত্রীবাহি বাস-কভার ভ্যান মুখোমুখি সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত। উদ্ধারে এগিয়ে আসেন লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।
আজ ৬ অক্টোবর ২০২১ইং সকাল ১০ঘটিকার সময় এই ঘটনা ঘটেছে। জানা যায় লামা থেকে যাত্রী বাহী বাস চকোরিয়া উদ্দেশ্য রওনা হয়ে লাইন ঝিরি পশ্চিম পাড়া মাদানী নগর এলাকার মিরিঞ্জা উচু পাহাড় উঠতে চকোরিয়া থেকে আসা লামা গামী একটি কভার ভ্যান বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। এতে বাসের প্রায় সকল যাত্রী আহত হয়, আহতদের লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, বাসের ড্রাইভার ও সরোয়ার (২৭) নামে এক যাত্রী গুরুত্ব আহত হয়। তাদের কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। আহত সরোয়ারের বাড়ি লামা পৌর সভার মধু ঝিরি ৭নং ওয়ার্ড়ে।
ঘটনা ঘটার সাথে সাথে লামা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরা চালায় সাথে স্থানীয় সেচ্ছাসেবক লোক জন।
ঘটনা স্থল পরিদর্শন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল ও লামা পৌর মেয়র জহিরুল ইসলাম, এস আই জুম্মানের নেতৃত্বে লামা থানার একটি টিম ও লামা ট্রাফিক পুলিশ ইউনিট।