সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চুকনগর এলাকার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা রফিক মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ সে নূরানীয়া গ্রামের সেকেন্দার মোল্ল্যার ছেলে। গতকাল শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চুকনগর এলাকার নরনিয়া মহিলা মাদ্রাসা মোড় থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , গতকাল ২৪ ঘন্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত আসামীকে গতকাল কাল রাত ১১টার সময় ডুমুরিয়া থানার এস,আই শাহ আলম বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে, মামলার তথ্য বিবরণীতে জানা যায় বাদশা ট্রেডার্স প্রতিষ্ঠানের পরিচালক বিল্লাল সরদার বাদশার করা ২০২০ সালের একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বিপিএম জানান,আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।