বাগেরহাটের মোড়েলগঞ্জ প্রতিনিধি মোঃগালিব খান।
রমজানের সিয়াম সাধনার পরেই পবিত্র ঈদুল ফিতর,ঠিক তার আরাই মাস পরেই পবিত্র ঈদুল আজহা।পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহয় গরিব দুস্ত মানুষকে সরকারি ভাবে (১০) দশ কেজি করে চাইল দিয়েছে বাংলাদেশ সরকার,মোরেলগঞ্জ এর প্রত্তেক ইউনিয়ন পর্যায় থেকে অসহয় পরিবারের হাতে পৌছেদিবে এ চাইল,,প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরের মাদ্ধমে এ চাইল বিতরন করা হচ্ছে বলে জানাজায়।ঈদের এ (১০) দশ কেজি চাইল পেয়ে খুশি সাধারন মানুষ,তবে ইউনিয়ন পরিষধের সামনে দেখাগেছে লম্বা লাইন,, সকাল থেকে রোধের ভিতর লম্বা লাইন দিয়ে দারিয়ে থাকা মানুষ গুলো ১০ দশকেজি চাইল পাবার অপেক্ষাকরছে। অতি গরম আর মানুষের চাপা চাপিতে নাঝেহাল হয়েপরেছে বৃদ্ধ মানুষ।অনেকের রয়েছে অভিজোগ,অনেক অসহায় পরিবার পায়নি এ ঈদের চইল,এবিসয় জানতে চাইলে রাম চন্দ্রপুর ইউনিয়নের এক মেম্বর জানান প্রতি বছরের থেকে এবছর ঈদের ছিলিব কমপাওয়ায় সবাকে দেয়া সম্বব হয়নি।