কোলকাতা থেকে মনোয়ার ইমাম।
নভেম্বর বাকুড়া জেলার গঙ্গাজল থানার অন্তর্গত কেন্দুয়া মোড়ে এক বন্ধন ব্যাঙ্কের রিকভারি ম্যানেজারের কাছ থেকে মোটর সাইকেল চেপে এসে প্রায়, ৫৩,হাজার, টাকা লুট করে নিয়ে চম্পট দেয় চার সদস্যের একটি ডাকাত দল। তাদের কিনারা করতে পশ্চিম বাংলার বাকুড়া জেলা পুলিশ হন্যে হয়ে খুজতে থাকে। অবশেষে তাদের ধরতে সক্ষম হয় বাকুড়া জেলা পুলিশ। গ্রেপ্তার করা হয় মোট চার জন ডাকাত কে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতি করা নগদ প্রায়, ২৫,হাজার, টাকা এবং চারটি মোবাইল ফোন ও দুটি পিস্তল ও কিছু তাজা কার্তুজ। ধৃত চার ডাকাত কে বাকুড়া জেলা পুলিশ আদালতে তোলা হলে তাদেরকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান বাকুড়া জেলা পুলিশ। তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে তাদের সাথে কারা যুক্ত ছিলেন । তাদের সাথে কোন অন্ত রাজ্য র ডাকাত দলের সাথে যুক্ত আছে কি না। তবে অপরাধ দমনে বাকুড়া জেলা পুলিশ ভালো কাজ করে চলেছে।