অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা,খুলনাঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ হড্ডা বন টহল ফাঁড়ির হোগলাখালি গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু'টি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
জানা গেছে, গত শনিবার রাত ৩ টার দিকে হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে জবাইকৃত দু'টি হরিণ উদ্ধার করা হয়। এসময় একটি নৌকা ও হরিণ ধরার ফাঁদসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয় জানতে পেরে হরিণ শিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।
কয়রা,খুলনা প্রতিনিধি
তারিখঃ- ০৫/০৬/২০২২ ইং।