ইউসুফ মুন্সী, স্টাফ রিপোর্টারঃ
ফেনী প্রেসক্লাবে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক নেতা, সমাজসেবক এনএন জীবন। তিনি ফেনী সদরের ৭ নং বালিগাও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। জীবন ফেনী সদরের এমপি নিজাম উদ্দিন হাজারী ও সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এছাড়া নিরপেক্ষভাবে নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনাও করেন তিনি। আগামী ৫ জানুয়ারিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থী লড়ছেন। জীবন জানান তিনি দীর্ঘ দুইযুগ ধরে সাংবাদিকতার মাঝেও এলাকার গরিব নিরীহ মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে বেশ আলোচিত হয়ে আছেন।
তিনি সকলের দোয়া ভালো বাসা নিয়ে সেবা করতে চান।