ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী শহরে গত শনিবার (১৬অক্টোবর)
বিকালে তৌহিদি জনতার কোরআন অবমাননার প্রতিবাদ মিছিল এবং পূজা উদযাপন পরিষদের র্যালী মুখোমুখি অবস্থান ও হামলার পর শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কয়েকটি মন্দির এবং হিন্দুদের মালিকানাধীন বেশ কিছু দোকানপাট ভাংচুর, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিনসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
২০অক্টোবর বুধবার দুপুরে ফেনীতে ক্ষতিগ্রস্ত মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেএসডি'র সভাপতি- আ স ম আবদুর রব, তিনি এ সময় স্থানীয় সাংবাদিকদের জানায়, হিন্দু-মুসলিম সকলেই এই স্বাধীন দেশের নাগরিক সকলের নিরাপত্তার দায়িত্ব এই সরকারের, সরকার হিন্দুদের বড় উৎসবে কেন প্রোডাকশন দিতে পারে নাই? এটি প্রশাসনের ব্যর্থতা। তিনি সরকারের কঠিন সমালোচনা করে বলেন দেশের বিভিন্ন জায়গায় এ ধরণের দাঙ্গা সৃষ্টি হয়েছে এর জন্য একমাত্র দায়ী ভোটবিহীন এই সরকার। বর্তমান সরকার একাত্তরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে, সরকার দীর্ঘসময় ক্ষমতা থাকার জন্য এক একটি নতুন ইস্যু জন্ম দেয়, ইস্যু তৈরি করে ইস্যু ঢাকার চেষ্টা করে।
তিনি আরো বলেন ফেনীর কালীমন্দিরে সাম্প্রদায়িক হামলা নয়, এটি হিন্দুদের সম্পত্তি দখল করতেই পরিকল্পিত হামলা প্রকৃত হামলাকারীদের না চিহ্নিত করে একদল আরেক দলের উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এটা করে প্রকৃত দোষীরা বেঁচে যাবে, সরকারের প্রশাসনের প্রয়োজন অতি দ্রুত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরি সভাপতি সাবেক জজ আনিসুর রহমান খান কামাল, সহ-সভাপতি বেগম তানিয়া রব, জাতীয় আইনজীবীর জোটের আহ্বায়ক অ্যাডভোকেট কেএম জাবির, জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসডি'র যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও প্রচার সম্পাদক জনাব মোশারফ হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি তৌফিকুজ্জামান পীরাছা, জেএসডি'র জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির সদস্য প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জাসদ ( ইনু) গ্রুপের বেশ কিছু নেতাকর্মী আ স ম আবদুর রব সাহেবের হাতে ফুলের তোড়া দিয়ে জেএসডিতে যোগদান করেন।