শাকিব মিয়া।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনী এখন কিছু অসাধু ব্যবসায়ীদের দখলে।
জানা যায়, যাত্রী ছাউনী টি ২০১৭ সালে নির্মাণ করা হয়েছে। আগে অনেক সুন্দর পরিবেশ ছিল। যাত্রীরা এখানে এসে বসতো। গাড়ির জন্য অপেক্ষা করতো। এখানে বসে বিশ্রাম করতো।
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ীরা এই যাত্রী ছাউনীর সামনে দোকান বসিয়ে এর সুন্দর্য ও পরিবেশ নষ্ট করেছে। যাত্রী ছাউনীর একদম সামনে রয়েছে দুইটি ফলমূল এর দোকান ও একটি চায়ের দোকান। এই দোকান গুলোর ফলে যাত্রী ছাউনী তে যাত্রীরা বসতে পারছেন না। যাত্রী ছাউনী তে মসা মাছির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কারণ ফলমূলের ঘ্রাণ ও চায়ের অবশিষ্ট নোংরা পানি। চায়ের দোকান থাকার ফলে অনেকে এখানে আড্ডা দিচ্ছেন। করছেন ধূমপান। যার ফলে মহিলা যাত্রীরা এখানে বসতে ইতস্তত বোধ করেন।
যাত্রী ছাউনীর সম্মুখে তিনটি দোকান দিয়ে এর পরিবেশটা নষ্ট করা হয়েছে। দোকান গুলোর মধ্যে দুইটি ফলমূল এর দোকান ও একটি চায়ের দোকান। দুইটি ফলমূলের দোকান ব্যাবসায়ীর নাম হলো আল মামুন, মাইজুল ইসলাম ও চায়ের দোকানদার হলো মাহাবুব।
ফুলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ কান্ত সাহা ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর তাসনোভা নাছরিন নিশু জানান, তাদেরকে কিছুদিন আগে ফুলপুর পৌরসভার পক্ষ থেকে নিদ্রিষ্ট সময়ের মাঝে দোকান গুলো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু তারা সেই নোটিশকে তোয়াক্কা না করে তাদের মতো করেই দোকান চালিয়ে যাচ্ছে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার এর সাথে কথা যোগাযোগ করলে তিনি বলেন, যাত্রী ছাউনী সরানোর জন্য আগেও পৌরসভার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। এই অবৈধ দখল উচ্ছেদ করার করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন আগামী ১৭/০১/২০২২ রোজ সোমবার এসব অবৈধ দখল উচ্ছেদ করা হবে।