মোঃকামরুল ইসলাম খান ফুলপুর উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ নবী হোসেন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লিাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও নানা জটিল রোগে ভুগছিলেন।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ নবী হোসেন উপজেলার সঞ্চুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১১নং সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন।
সংসার জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। ছেলে আনোয়ার হোসেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হিসেবে কর্মরত। মেয়ে নূরজাহান বেগম ময়মনসিংহ মুমিন্নেসা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।
তাঁর মৃত্যুতে ফুলপুর-তারাকান্দার সংসদ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান, পৌর মেয়র মি. শশধর সেন, ফুলপুর-তারাকান্দার বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেন।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, আগামীকাল শনিবার সকাল ১০টায় পারিবারিক খবর স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।