,
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
-মোঃকামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন ছিল ১৪ জানুয়ারী শুক্রবার। সকাল থেকে ১০ ইউনিয়নের সকল প্রার্থীদের উপস্থিতিতে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসারগণ।
চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর প্রতীক পেয়েই তারা নিজ নিজ প্রতীকের পক্ষে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল শুরু করেন। চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের প্রতীকের পক্ষে মিছিলে সারা এলাকা মিছিলের শহরে পরিণত হয়ে যায়।
ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন জানান , উৎসবমুখর পরিবেশে শুক্রবার (১৪ জানুয়ারি) ফুলপুর ১০ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫৮৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে ৫২ জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১১৭জন ও সাধারণ ওয়ার্ডে ৪১৪ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।