নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া চাঁদবাড়িয়া গ্রামের নতুন কার্পেটিং কাজের চলমান রাস্তার ধারে বহুবর্ষজীবি ফুলগাছ রোপণ করা হয়। উল্লেখযোগ্য এসব গাছের মধ্যে রয়েছে কৃষ্ণ চূড়া, রাধা চূড়া, পলাশ, সোনালু, জারুল, বকুল, শিমুল, হিজল, বটম প্লাস, কাঞ্চনসহ বিভিন্ন ফুলের গাছ সহ মোট ৭৫টি গাছ রোপণ করা হয়েছে।
এর আগে জেলা প্রশাসক খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কোভিট-১৯ টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনের এসব কর্মসূচিতে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোতারব হোসেন, খোট্টাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মারক বৃক্ষরোপন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়। এসব কর্মসূচিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করা হয়েছে। উপজেলা আ.লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম।