পিরোজপুরে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে৷ (০৮ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা।
কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়, কল্যান সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন , পিপিএম-সেবা৷ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান-পিপিএম৷ অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম৷ সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মোঃ রিয়াজ হোসেন পিপিএম, ডিআইও জেলা বিশেষ শাখা, এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ৷
সভায় শুরুতে ভালো কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
উক্ত সভায় পিরোজপুর জেলার পুলিশ সুপার, উপস্থিত পুলিশ সদস্যেদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কর্যক্রম, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।