প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২২, ৪:১২ পি.এম
পার্বত্য চট্টগ্রামে মৃদু ভুকম্পন অনূভুত।
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
পার্বত্য রাঙ্গামাটির ১০ উপজেলায় ভূমিকম্প অনূভুত হয়েছে।
১ মে ( রবিবার) রাত ৯টা ২০ মিনিটে এই ভূকম্পন অনূভুত হয়। ভূমি কম্পন রিখটার স্কেলের মাত্রা অনুমানিক ৪ :২ এর উপরে হতে পারে। প্রায় ১ মিনিট ৫ সেকেন্ডের মত সময় অনূভুত হয়েছে। উৎপত্তি স্থল আসামে গুহাটি বলে জানা যায় । এছাড়াও একইভাবে বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেও হয়েছে বলে জানা যায়।
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.