মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বিজয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোাহাম্মদ কামাল হোসেন এর সভাপতিত্বে বুধবার (০৮-ডিসেম্বর-২০২১ ইং) তারিখ বিকাল ৩ টার সময় বিজয় বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ (এমপি), পটুয়াখালী আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাজাহান মিয়া (এমপি, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ, সদর ভুমি এসিল্যান্ড শাহীন মাহমুদ সহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা উপজেলা আওয়ামীলীগ ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার প্রমুখ।
বিকেল ৩ টার সময় সদর লঞ্চঘাট হইতে শুরু হয়ে লাউকাঠী নদীর উপরে অবস্থিত পটুয়াখালী ব্রীজ পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।পরে ডিসি লঞ্চঘাটে সকলের উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হয়। এতে ১'ম বিজয়ী- মাগুরা টাইগার -একটি মোটর সাইকেল, ২'য় বিজয়ী- মায়ের দোয়া- একটি এলইডি মনিটর এবং ৩'য়- বিজয়ী- মা-সিথলা কে একটি ফ্রীজ পুরুষ্কার দেয়া হয়।এর আগে ডিসি লঞ্চঘাট সংলগ্ন লাউকাঠী নদীতে প্রস্তুতির মহড়া দিয়েছে বিভিন্ন জেলা থেকে আগত নৌকা বাইচ প্রতিযোগিতা কারীরা।
হানাদার মুক্ত দিবসের বিজয়ী নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পারে হাজার হাজার মানুষের ঢল দেখাগেছে। উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীবাসী নৌকা বাইচ উপভোগ করে খুব আনন্দিত জানান সাধারন জনগন।