মো আজিজুল পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
গতকাল আনুমানিক দুপুর ২: ১৫ মিনিটের সময় পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মৌকরন এলাকার বরিশাল-টু-কুয়াকাটা মহাসড়কে মৌকরন ব্রীজ ঢালে এ ঘটনা ঘটে।
এ দূর্ঘটনায় মৃত্যুবরনকারী বাইসাইকেল চালকের নাম এফ এ আজিজ আহমেদ। তিনি লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের বাসিন্দা কালু ফকিরের ছেলে।তিনি কৃষি গবেষনা ইনিস্টিউটে কর্মরত ছিলেন।
ঘটনাসূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় অফিশিয়াল ডিউটি শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আজিজ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে চলাচলরত সেন্টমার্টিন সেবা নামের বাসের সঙ্গে তার বাইসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনি মৃত্যু বরন করেন।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসকে আটক করে থানায় নিয়ে যায় এবং নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।