শামীম তালুকদার ।
নেত্রকোণা জেলা শহরের কাটলী উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী মোঃহাবিবুর রহমান জামালের বাসায় ভাড়াটিয়া সেজে প্রবেশ করে সখ্যতা গড়ে নগদ ১লাখ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে গেছে কথিত রমান নামে জনৈক যুবক।এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় অভিযোগ করেছেন মোঃহাবিবুর রহমান।
অভিযোগে জানা গেছে, জেলা শহরের উত্তর কাটলীর ধান ব্যবসায়ী মোঃহাবিবুর রহমান জামালের পূর্ব পরিচিত সুমনের সাথে পরিচয়ের সুবাদে কথিত রুমান গত ৩০সেপ্টেম্বর এক রুম বাসা ভাড়া নেয়। পরে হাবিবুর রহমান ও বাসার অন্যদের সখ্যতা গড়ে ওঠে। এরই মধ্যে মোবাইলের পার্টসের ব্যবসার লোভ দেখায় কথিত রমান। গত শুক্রবার হাবিবুর রহমান ও তার স্ত্রী বাসায় না থাকার সুযোগে ড্রয়ার খুলে ১লাখ টাকা ও প্রায় ২৫হাজার টাকা মূল্যের ক্রয় করা মোবাইল পার্টস নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে মোঃহাবিবুর রহমান শনিবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ)( ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।