নিজস্ব প্রতিবেদক ঃ
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে ' পাপড়ি রক্তদান ফাউন্ডেশন ' এর উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
কলমাকান্দা সরকারি কলেজ হলরুমে ২৬ ডিসেম্বর (রবিবার) দুপুর ২ ঘটিকায় আশিকুর রহমান কে সভাপতি ও রাশেদ হাসান আরিফকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সোহেল রানা শাকিম,অর্থ বিষয়ক সম্পাদক, পাপড়ি রক্তদান ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাংবাদিক শামীম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক। এছাড়াও নবনির্বাচিত কমিটির অনেকেই উপস্থিত ছিলেন। তাছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্হিত ছিলেন।
উল্লেখ্য যে, 'পাপড়ি রক্তদান ফাউন্ডেশন' বহুমুখী সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।' পাপড়ি রক্তদান ফাউন্ডেশন' এর প্রতিষ্ঠাতা সভাপতি হলেন নাজমুল হাসান ফিরোজ সাই। ২০১৮ সালে 'পাপড়ি রক্তদান ফাউন্ডেশন'প্রতিষ্ঠা পায়। সমাজসেবামূলক কাজ করাই এ সংগঠন এর মূল লক্ষ্য।